অফিসের কার্যক্রমঃ- (ক) বৎসরে ৪টি পর্বে ১৬টি দাগ গুচ্ছ জরিপ। (খ) ৬টি প্রধান ফসল; যথা- আউশ, আমন, বোরো, গম, পাট ও আলু ফসল কর্তন ও উৎপাদনের হিসাব প্রাক্কলন। (গ) ১১৫টি অপ্রধান ফসল এর আয়তন ও উৎপাদন হিসাব। (ঘ) ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান। (ঙ) মাসিক কৃষি মুজুরী পরিসংখ্যান। (চ) গবাদি পশু ও হাঁস, মুরগীর হিসাব প্রাক্কলন। (ছ) মাছ উৎপাদনের পরিমান, প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ। (জ) ইউনিয় ভিত্তিক কৃষক সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং তা যথাযথভাবে সংকলন করা। (ঝ) বিভাগীয় আদেশ মোতাবেক বিভিন্ন জরিপ কাজ সম্পন্ন করা। (ঞ) ইউনিয়ন ভিত্তিক বাজেট সংগ্রহ করা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS